Friday, September 29, 2023
Homeখেলাধুলাবিপিএলের ফাইনাল দেখা যাবে ‘৩০০’ টাকায়

বিপিএলের ফাইনাল দেখা যাবে ‘৩০০’ টাকায়

ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে বৃহস্পতিবার চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামতে যাচ্ছে। আর এই ফাইনাল ম্যাচের খেলা মাঠে বসে দেখতে হলে সর্বনিম্ন ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুণতে হবে সর্বোচ্চ ২০০০ টাকা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিপিএলের শেষ পর্বের জন্য নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতে বলা হয়, ফাইনাল ম্যাচে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

ম্যাচের আগের দিন (বুধবার) এবং ম্যাচের দিন (বৃহস্পতিবার) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল। সেক্ষেত্রে রংপুর রাইডার্স কিংবা সিলেট স্ট্রাইকার্সের যে কেউই হতে পারে। এর আগে ফাইনালের দিন দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হবে বিপিএলের সমাপনী অনুষ্ঠান। মঞ্চ মাতাতে অনুষ্ঠানে নগর বাউল (জেমস) ও ওয়ারফেজ ব্যান্ড উপস্থিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments