Friday, September 29, 2023
Homeজাতীয়‘বিলম্বে’ চলছে ট্রেনে দ্বিতীয় দিনের ঈদযাত্রা

‘বিলম্বে’ চলছে ট্রেনে দ্বিতীয় দিনের ঈদযাত্রা

ট্রেনে ঈদযাত্রা শুরুর প্রথমদিন রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ২০ মিনিট বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে গেলেও আজ ছেড়েছে ৪০ মিনিট দেরিতে। ফলে শুধু ধূমকেতু এক্সপ্রেস নয়, পরবর্তী আন্তঃনগর ট্রেনগুলোও কিছুটা দেরি ছেড়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ঘুরে এই চিত্র দেখা গেছে। এতে কেউ কেউ বিরক্তি প্রকাশ করলেও অনেকে ঈদের সময় বিষয়টাকে স্বাভাবিক হিসেবেই মনে করছেন।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী (৭০৪) সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু, ট্রেনটিকে সকাল ৮টা ৪০ মিনিটে সিডিউল দেওয়া হয়েছে। এটি ৭ নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কখন ছাড়বে তা কেউ জানাতে পারেননি।

dhakapost
টেন ছাড়ার অপেক্ষায় যাত্রীরা

অন্যদিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে (সঠিক সময়ে); নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ৮টায়; চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৫৫ মিনিট বিলম্বে ৮টা ১০ মিনিটে; কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী ৭টা ২০ মিনিটে এবং দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।

dhakapost
টেন ছাড়ার অপেক্ষায় যাত্রীরা

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের যাত্রী আব্দুল্লাহ আল আলিফ বলেন, আমাদের রুটে দুর্ঘটনার জন্য শুনেছি ট্রেন বিলম্ব হচ্ছে। অন্যান্য ট্রেনগুলো দেখলাম কম সময়ের বিলম্বে ছেড়েছে। ২০/২৫ মিনিট বিলম্ব মেনে নেওয়া যায়। কিন্তু ঘণ্টার বেশি বিরক্তিকর বিষয়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ২/১টি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। ২০/৩০ মিনিটকে বিলম্বে বলা যায় না।

তিনি আরও বলেন, চট্টগ্রাম রুটে দুর্ঘটনার কারণে গতকাল ২ ঘণ্টা বিলম্ব ছিল। সেটা কমে আজ এক ঘণ্টা হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments