বুধবার বাদ মাগরীব সাভার তাহফিজুল কুরআন মাদরাসায়, বাংলাদেশ শরীয়াহ আন্দোলনের নির্বাহী কমিটির উদ্যোগে বিশ্ব ইজতেমায় অংশ গ্রহণের জন্য প্রস্তুতি মূলক আলোচনা সভা (১১ জানুয়ারী) বুধবার অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে সংগঠনের আমীর হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আহলে হক ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আগামী ১৩-১৪-১৫ জানুয়ারী বিশ্ব ইজতেমায় বাংলাদেশ শরীয়াহ আন্দোলনের সর্বস্তরে নেতা কর্মীদের অংশ গ্রহণের আহবান জানান। বৈঠক শেষে বিশ্ব ইজতেমা আগত সকল মুসুল্লিদের নিরাপদে আসা-যাওয়া জন্য ও দেশবাসীর জন্য দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মুফতি ইহসানুল হক, সহকারী মহাসচিব-মাওলানা মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পদক হাফেজ মাওলানা মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মাসউদুর রহমান জাফরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম আরাফী প্রমূখ।