চতুর্থবারের মতো বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম মোল্লা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইরফান উদ্দীন।
সোমবার (৪ এপ্রিল) নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির তাদের নির্বাচিত ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মাহবুবুর রহমান (রতন) উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন এই দুজনের পাশাপাশি নবনির্বাচিত পরিচালকদের সম্মতিতে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন।
মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই কমিটি ২০২৩-২৪ মেয়াদে দায়িত্ব পালন করবে। সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। অপরদিকে ফার সিরামিকসের পরিচালক ইরফান উদ্দীন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-১ মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-২ মো. মামুনুর রশিদ, ভাইস প্রেসিডেন্ট-১ রুসলান নাসির, ভাইস প্রেসিডেন্ট-২ আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট-৩ তানভীর আহমেদ ও ভাইস প্রেসিডেন্ট-৪ সিফাত-ই-আরমান। এছাড়াও পরিচালক নির্বাচিত হয়েছেন এস.এম. ফারুকী হাসান, সামছুল হুদা, ফারিয়ান ইউসুফ ও আয়েশা সানা আসিফ তাবানী।