Thursday, May 26, 2022
Homeবিনোদনবিয়ের তোড়জোড় শুরু করলেন নয়নতারা ও বিগনেশ

বিয়ের তোড়জোড় শুরু করলেন নয়নতারা ও বিগনেশ

আ. জা. বিনোদন:

ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। নির্মাতা বিগনেশ শিবানের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের চর্চা অনেকদিন থেকেই। শোনা যাচ্ছে, বিয়ের তোড়জোড় করেছেন নয়নতারা ও বিগনেশ। তবে ভারতে বিয়ে করবেন না তারা। দেশের বাইরে বিয়ের আনুষ্ঠানে সারবেন এই জুটি। যদিও তাদের বিয়ের তারিখ ও স্থান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে খুব শিগগির নাকি এ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিগনেশ শিবান। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তারপর থেকে চুটিয়ে প্রেম করছেন এই যুগল। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। এমনকি আগেও তাদের প্রেম ও বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। স¤প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বিগনেশ। এতে দেখা যায়, এই পরিচালকের বুকে মাথা ও হাত রেখেছেন নয়নতারা। কিন্তু অন্য একটি কারণে ছবিটি আলোচনায় এসেছে। এতে নয়নতারার অনামিকাতে আংটি দেখা গেছে। এরপর থেকে তাদের বাগদান ও বিয়ের গুঞ্জন নতুন করে শুরু হয়। বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দু’জনই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এ ছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা নিয়ে ব্যস্ত বিগনেশ শিবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments