রৌমারী সংবাদদাতা : বৃষ্টি হলেই রৌমারী উপজেলা শহর ও গ্রামীণ সড়ক গুলো যেনো রোপা চাষের জমি ও চলাচলে অযোগ্যে পরিণত হয়। সামান্য বৃষ্টিতেই উপজেলা শহর থেকে শুরু করে গ্রামীন কাঁচাপাকা ও আধাপাকা সড়ক গুলো শতশত মাটি বাহী কাঁকড়া গাড়ির দখলে। মাটি বোঝাই কাঁকরা হতে ছিটকে পড়া মাটি ও রাস্তা ভাঙ্গনে বৃষ্টিতে ভিজে কাঁদা মাটি পিচ্ছিল হয়ে যোগাযোগ সড়কে পথযাত্রী ও যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ে। এমনকি কাঁচা আধাপাকা ও পাকা সড়ক গুলো সংস্কার, মেরামত না করায় রাস্তা গুলোর সাইড ভেঙ্গে খানাখন্দে ও ব্যাবহারে অনুপযোগী হয়ে পড়েছে। সরকার প্রতিবছর গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও সঠিক ভাবে তা ব্যবহার করা হয় না। অপরদিকে দাঁতভাঙ্গা, ভায়া ধানুয়া কামালপুর ঢাকা যোগাযোগ প্রসস্তকরণ সড়কটি দীর্ঘদিন মেরামত করেও কাজ শেষ করতে না পেরে এলাকার মানুষের ঠিকাদারের উপর ক্ষোভ বিরাজ করছে।
দীর্ঘদিন উপজেলা শহর লাগোয়া ও গ্রামীণ সড়ক গুলোর নেই কোন সংস্কার ,মেরামত। শীত মৌসুমে এঅঞ্চলের মানুষ খানাখন্দে ভরা গ্রামীণ সড়ক গুলো দিয়ে অতি কষ্টে অটো-ভ্যান পায়ে হেটে নানা উপায়ে উপজেলা শহরের সাথে যোগাযোগ রক্ষা করে চললেও বর্ষা মৌসুম যেন ওইসব রাস্তা গুলি চলাচলে অযোগ্য হয়ে যায়।
মৌসুমের শুরুতেই ২ দিনের বৃষ্টিতে সকল গ্রামীণ সড়ক হাট-বাজার ও উপজেলার প্রধান হাট-বাজার ও উপজেলা শহরে ৬টি প্রবেশ পথ, মহিলা কলেজ সড়ক, রৌমারী গ্রাম রাস্তা, নটানপাড়া রাস্তা, ইচাকুড়ি রাস্তা , ইসলামি ব্যাংক হয়ে রৌমারী বাজার সড়ক, কলেজপাড়া ভায়া ফলুয়ারচর রাস্তা, সামান্য বৃষ্টি হলেই চারপার্শ্বে ১ কিলোমিটার যেন সাধারণ মানুষ ও যানবাহন প্রবেশ কঠিন হয়ে পড়ে। এব্যাপারে রৌমারী হাট-বাজার বনিক সমিতির সভাপতি শ্রী-প্রদীপ কুমার সাহা বলেন, আমরা নিরুপায়, কেহ যেন কারো কথা মানেনা।
প্রতিনিয়ত শতশত অবধৈ কাঁকড়া গাড়ী মাটি বোঝাই করে এলোপাথারি ভাবে বিভিন্ন রাস্তায় পরিবহন করে চলছে। বহন কালে কিছু মাটি ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ছে। উক্ত মাটি বৃষ্টির ফলে কাাঁদা ও পিচ্ছিল রুপ ধারণ করছে।
এ বিষয়ে পথযাত্রি আব্দুল্যাহ, সারোয়ার হোসেন, তালেব আলী, আকতার হোসেন, কবির হোসেন, ছলিম উদ্দিনসহ অনেকেই বলেন , আমরা গ্রামের মানুষ কি বলমু, মনে হয় এলাকায় কোন রাজনৈতিক নেতা, উপজেলা প্রশাসন ও দেশে সরকার নাই, গ্রামের রাস্তা সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। একটু বৃষ্টি হলেই রৌমারী বাজারে যাওয়া যায়না। পত্র পত্রিকায় লেখা লেখি করেও কোন ভালো ফলাফল পাওয়া যায় না।
তবে এলাকা বাসির প্রাণের দাবী গ্রামীণ সড়ক সংস্কারসহ বাজারের প্রবেশ পথ দ্রুত মেরামত ও কাঁকড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করে জনভোগান্তি লাঘব করা হোক।