নিজস্ব প্রতিনিধি : জামালপুরে বিএডিসির চুক্তিবদ্ধ কৃষকদের বোরো বীজ মাঠ পরিদর্শন করেছেন বিএডিসির যুগ্ম পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম। জানা যায়, বিএডিসি তত্তাবধানে ২০১৪ একর জমিতে বোরো ধান চাষাবাদ করা হচ্ছে। এ সকল চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে বিএডিসির জন্য বীজ। এ বিষয়ে বিএডিসি (বিবি) দপ্তরের উপ পরিচালক মোঃ কামরুল হাসান তুহিন বলেন, বিএডিসি সবসময় বীজের গুনগত মান রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। নিজস্ব তত্তাবধানে চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে বীজ সংগ্রহ করে বাজারজাত করা হয়। তাই বীজের গুনগত মান রক্ষায় প্রতিনিয়ত পর্যবেক্ষন করে যাচ্ছেন বিএডিসির উর্ধ্বতন কর্মকতাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ। বিএডিসির যুগ্ম পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম বলেন, কৃষক যেন কখনই বীজ নিয়ে বিব্রত না হয় সে জন্য বিএডিসি কর্তৃপক্ষ সবসময় কাজ করে যাচ্ছে। ভালো বীজে ভালো ফসল এটাই বিএডিসির লক্ষ্য। সে অনুযায়ী চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে বীজ সংগ্রহ করে যাচ্ছে বিএডিসি।