জামালপুরের বকশীগঞ্জ ব্রহ্মপুত্র নদী ভেসে উঠলো রুবেল (১৫) নামে এক দশম শ্রেণির ছাত্রের মরদেহ। শনিবার (৪ জুন) সন্ধ্যায় বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের মাইছেনিরচর গ্রামের নদীর তীরে এ মরদেহ ভেসে ওঠে। রুবেল দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গারচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকালে নদী ১৫ বছর এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।