Sunday, June 11, 2023
Homeজাতীয়ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী নিখোঁজে সরকারি বাহিনী জড়িত নয়

ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী নিখোঁজে সরকারি বাহিনী জড়িত নয়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনায় সরকারি কোন আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ স্বেচ্ছায় আত্মগোপন করতে পারেন জানিয়ে মো. আনিসুর রহমান বলেন, আমরা একটা ভিডিও দেখেছি, তাতে মনে হয়—আত্মগোপনের পরিকল্পনা আগেই করা ছিল এবং সেটাই ঘটেছে। তাকে খুঁজে পেলে বিষয়টি জানা যাবে। আমাদের নির্দেশনা দেওয়া আছে যে, তাকে খুঁজে বের করে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে হবে। আমাদের কাছে তথ্য আছে—সরকারি কোনো বাহিনী এই কাজটি করেনি।

তিনি বলেন, তার নিখোঁজের সংবাদ যেহেতু গণমাধ্যমে এসেছে, এরপর আমরা মাঠ প্রশাসনে কথা বলেছি। এরপর ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। কী ঘটেছে সে রিপোর্ট চেয়েছি। তারা বলেছেন, ওই ব্যক্তি কোথায় আছে, সেটা একবার চিহ্নিত করা গিয়েছিল। ফোন বন্ধ ছিল বলে পরে আর যায়নি। তাকে খুঁজে বের করতে সব সরকারি সংস্থাগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই নির্বাচন কমিশনার বলেন, একটা লোক যদি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে থাকে, তাহলে তো তাকে খুঁজে বের করা কঠিন। আমাদের কাছে যে তথ্য-উপাত্ত আছে, তাতে আত্মগোপনে আছেন বলেই ধারণা জাগে। এছাড়া যে রেকর্ড আছে, তাতে তিনি তার স্ত্রীকে বলছেন যে কী কী আনতে হবে। সিসি ক্যামেরা বন্ধ করে দিতে হবে এবং ১০ মিনিট পর উনি বের হলে চালু করতে হবে, তার মানে কী? মানে হচ্ছে যে তারা একটা পরিকল্পনা করেছে, এটাই আমরা অনুমান করছি। হয়তো তার অন্য কোনো উদ্দেশ্যে থাকতে পারে বা তার নিজের গুরুত্ব বাড়ানোর জন্য এমনটি করতে পারে।

ইসি আনিছুর আরও বলেন, নিখোঁজ হলে থানায় বা রিটার্নিং অফিসারকে কেন পরিবারের পক্ষ থেকে বিষয়টি কেন জানানো হয়নি। থানায় একটা জিডি তো করতে হয়। আপনারা তো করেননি, কেন করেননি, তার স্ত্রীকে এমন প্রশ্ন করা হলে তিনি, বলেছেন সময় পাননি। রিটার্নিং অফিসার আমাদের কাছে একটা জিনিস পাঠিয়েছে। সেখানে তারা স্ত্রীকে জিজ্ঞাসাবাদে সুস্পষ্ট কিছু পাওয়া যায়নি। বিষয়টি উদঘাটনে যাদের দায়িত্বরতদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা তাকে লোকেট করা মাত্রই মিডিয়ার সামনে নিয়ে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments