নিজস্ব সংবাদদাতা: বয়স,জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুণ, তরুণীদের সাথে নিয়ে ব্র্যাক এখানে, এখনি প্রকল্পের যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের মধ্যে সংলাপ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
জানা যায়,দশটি জেলায় অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও প্রকল্প।
যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের মধ্যে সংলাপের উদ্দেশ্য যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়নে উদ্যোগী ভূমিকা পালন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যসূচির অন্তভুক্ত,যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়নের স্থানীয় সরকার বিভাগের বাজেট বরাদ্দ করা,নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মপরিকল্পনা বাস্তবায়ন, কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সহায়ক পরিবেশে তৈরি করা, যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি ও যোগসূত্র গড়ে তোলার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক তৈরি করা ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়। প্রারম্ভিক জরিপের ভিত্তিতে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার রক্ষার বিষয়ে সরকারি বেসরকারি প্রতিষঠানের সেবা গ্রহনের জন্য উৎসাহ প্রদান করা হয়। রোববার দুপুরে ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের উদ্যোগে পৌর সভা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জামালপুর অঞ্চলের সমন্বয়ক মোঃ মুনির হুসাইন খান। প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ড. প্রণয় কান্তি দাস। ব্র্যাক জামালপুর জেলা ডেপুটি ম্যানেজার মোঃ মজিবর রহমান সঞ্চলয়নায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মনীরা মুস্তারী ইভা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, পৌর প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, জেলা প্রেসক্লাবে সভাপতি ফজলে এলাহি মাকাম, পৌর কাউন্সিল শাহীনুর ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিল সাঈদা আক্তার, নাসরীন সুলতানা ও তাছলিমা আক্তার। অনুষ্ঠান বাস্তবায়নের ছিলেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার। কর্মশালায় অংশ নেয় শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্নপেশাজীবি ৩০জন সদস্য। জামালপুর পৌর এলাকার শিক্ষক, সাংবাদিক, ইয়ুথ গ্র“প সদস্যসহ ৩০জন সদস্য নিয়ে যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে তাদের ধারনা দেয়া হয়।