Sunday, October 1, 2023
Homeঅর্থনীতিবড় লোকসানে বিডি ল্যাম্পস

বড় লোকসানে বিডি ল্যাম্পস

মুনাফা থেকে বড় লোকসানের মুখে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (বিডি ল্যাম্পস)। কোম্পানির ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

বুধবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ২১ পয়সা। অথচ ২০২২ সালের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছিল ১ টাকা ৫৩ পয়সা।

সে হিসেবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে ৩ টাকা ৭৪ পয়সা।

শুধু মাত্র তৃতীয় প্রান্তিকে লোকসানের কারণে চলতি অর্থবছরের আর্থিক প্রতিবেদনে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে গত তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই ২০২২ থেকে মার্চ ২০২৩ সময়ে) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ০৭ পয়সা। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় বা মুনাফা ছিল ৫ টাকা ৬৬ পয়সা।

এর ফলে ২০২১ এবং ২০২২ সালের পর আবারও লোকসানের মুখে পড়েছে কোম্পানিটি। গত দুই যথাক্রমে কোম্পানির ইপিএস ছিল ৫ টাকা ১০ পয়সা এবং ৮ টাকা ৭৮ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ অর্থাৎ ২ টাকা করে লভ্যাংশ দিয়েছিল।

তবে তার আগের বছর ২০২০ সালে লোকসান ছিল ৯ টাকা ৮৮ পয়সা।

চলতি অর্থবছরের ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮১ টাকা ২৫ পয়সা।

১৯৮১ সালে তালিকাভুক্ত কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ২৬ হাজার ৫১টি। কোম্পানির শেয়ার বুধবার দিনের শুরুতে লেনদেন হয় ২৬৯ টাকা ৩০ পয়সাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments