Sunday, September 24, 2023
Homeআন্তর্জাতিকভারতে একই পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা

ভারতে একই পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা

জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একই পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে। গুলিবিদ্ধ অবস্থায় আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। 

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নিরস্ত্র একদল মানুষের ওপরে বেশ কয়েকজন রাইফেল থেকে গুলি ছুড়ছে। গুলি করার আগে আক্রান্তদের লাঠি দিয়ে পেটানোও হয়।  

গতকাল এই ঘটনা ঘটেছে। গ্রামের দুই বাসিন্দা ধীর সিং তোমার এবং গজেন্দ্র সিং তোমারের পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। ২০১৩ সালেও ময়লা ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। সেই সময় ধীর সিং তোমারের পরিবারের দুই সদস্য মারা যায়। ওই ঘটনার জেরে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রাম ছেড়ে পালিয়েছিল।  

এরপর আদালতের বাইরে দুই পরিবার নিজেদের মধ্যে মিটমাট করে নেয়। এরপর গতকালই গ্রামে ফিরে এসেছিল গজেন্দ্র সিং তোমারের পরিবার। এর পরই ধীর সিং তোমারের পরিবার গজেন্দ্রর পরিবারের ওপরে পূর্ব পরিকল্পিত হামলা চালায় বলে অভিযোগ।  

যে ছয় জনের মৃত্যু হয়েছে তার মধ্যে গজেন্দ্র সিং এবং তার দুই ছেলে রয়েছেন। পুলিশ জানিয়েছে, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ৮ জন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। 

সূত্র: নিউজ ১৮।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments