আ.জা. আন্তর্জাতিক:
ভারতে বেড়েই চলেছে করোনার নতুন ধরন ওমিক্রনের আক্রান্তের সংখ্যা। সবশেষ একদিনে ২৬ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩২ জন। তবে কোনো রোগীর শরীরেই এখন পর্যন্ত মারাত্মক লক্ষণ দেখা যায়নি। এরমধ্যে গত শুক্রবার দেশটির মহারাষ্ট্রে তিন বছর বয়সী এক শিশুর শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠতে না উঠতেই ফের ভারতজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে গড়ে করোনা শনাক্তের হার ১০ হাজারের বেশি। এরমধ্যেই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। সবশেষ একদিনে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২৫ জনের বেশি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন অন্তত সাতজন। এরমধ্যে তিন বছর বয়সী এক শিশু রয়েছে।
ভারতে চলতি মাসে ৯৩ জন বিদেশ থেকে আসা যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৮৩ জন ওমিক্রনের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে এসেছেন। গত ২৪ নভেম্বর পর্যন্ত দুটি দেশে ওমিক্রন শনাক্ত হয়। তবে এখন পর্যন্ত ৫৯টি দেশে ধরনটি ছড়িয়ে পড়েছে। দেশগুলোতে ২ হাজার ৯৩৬ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি আরও ৭৮ হাজার ৫৪ জন ধরনটিতে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এটি নিশ্চিত হওয়ার জন্য তাঁদের শরীর থেকে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। সংক্রমণ রোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আরও কড়াকড়ি আরোপের পরামর্শ দিয়েছনে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতে প্রথম ওমিক্রন শনাক্ত হয় কর্ণাটকে। সে সময় আক্রান্তদের সংখ্যা ছিল মাত্র দুইজন। তৃতীয় ব্যক্তি ছিলেন গুজরাটের ও চতুর্থ ব্যক্তি মহারাষ্ট্রের। এরপর ধারাবাহিকভাবে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হয় করোনার নতুন ধরন ওমিক্রন। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ।