Sunday, June 11, 2023
Homeখেলাধুলাভারত-ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!

ভারত-ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!

শ্রীলঙ্কার মাটিতে আগামী জানুয়ারিতে বসবে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ আসর। তবে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের যুবারা। আগামী জুলাই মাসে তারা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর ত্রিদেশীয় একটি সিরিজও খেলতে চায় টাইগার যুবারা। ভারত ও ইংল্যান্ডকে নিয়ে ওই সিরিজ নিয়ে পরিকল্পনা চলছে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, এমনকি দিনক্ষণও চূড়ান্ত নয়। ত্রিদেশীয় সিরিজের বিষয়ে জানতে বিসিবির অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ঢাকা পোস্টকে বলছেন, এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে কথাবার্তা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি। শ্রীলঙ্কায় বিশ্বকাপ হওয়ার কারণে ত্রিদেশীয় সিরিজও এশিয়াতেই হওয়ার সম্ভাবনা বেশি।

হান্নান সরকার জানিয়েছেন, ‘সিরিজটা এশিয়াতেই হবে, নিশ্চিতভাবে বলা চলে ইংল্যান্ডে যাওয়া হচ্ছে না। বিশ্বকাপ এশিয়ায় হওয়ার কারণে হয় বাংলাদেশ, নয়তো ভারতে সিরিজ আয়োজনের কথা রয়েছে। গত বছরও এই সিরিজ করার কথা ছিল, তবে কোভিডের কারণে সেটি আর হয়নি। আমি যতটুকু জানি আলোচনা চলছে আরকি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে বিস্তারিত জানা যাবে।’ 

ওই সিরিজের আগে জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকার যুবারা। যুব টাইগারদের বিপক্ষে এই সিরিজ শুরুর এখনও মাস দেড়েক বাকি। তবে এই সফরের জন্য দিনকয়েক আগেই দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আগামী ৩ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দু’দলের মাঠের লড়াই। পাঁচ ম্যাচের এই সিরিজের শেষ ম্যাচ ১৮ জুলাই। যুব বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে দু’দলেরই লক্ষ্য থাকবে নিজেদের যতটা সম্ভব ঝালিয়ে নেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments