Friday, December 9, 2022
Homeখেলাধুলাভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানো হোক: কামিন্স

ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানো হোক: কামিন্স

আ.জা. স্পোর্টস:

করোনা মহামারীর মাঝে আইপিএল চালিয়ে যাওয়ার পক্ষে সাফাই গেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্স। সেই আইপিএল অবশেষে বন্ধ হয়েছে। এখন একটাই প্রশ্ন, আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে আদৌ এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে তো? কামিন্সের মতে, হাতে ছয় মাস সময় থাকলেও পরিস্থিতির উন্নতি না ঘটলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করা উচিত নয়। অস্ট্রেলিয়ার একটি দৈনিককে কামিন্স বলেছেন, ‘হাতে এখনো ছয় মাস সময় আছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে সেটা এখনই বলে দেওয়া বাড়াবাড়ি হয়ে যাবে। আইসিসি নিশ্চয়ই ভারত সরকার ও বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে যাবতীয় আলোচনা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, ভারতের সাধারণ মানুষের জন্য যেটা ভালো সেটাই করা হোক। আগামী ছয় মাসের মধ্যে ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এখানে প্রতিযোগিতা আয়োজন না করাই ভালো।’ উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে চললেও কয়েক দিন আগে পর্যন্ত আইপিএল নিজের গতিতে চলছিল। তবে জৈব বলয় ভেদ করে ভাইরাস ঢুকে যেতেই আইপিএল বন্ধ করতে বাধ্য হয় বিসিসিআই। কামিন্স বলেন, ‘করোনাকালে আইপিএল আয়োজিত হওয়া নিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন মতামত পেয়েছি। এক শ্রেণির মানুষ যখন কভিডের মধ্যে আইপিএল আয়োজন হওয়া নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন, তেমনই আবার অনেক মানুষের কাছে আইপিএল ছিল কয়েক ঘণ্টার বিনোদন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments