প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিকল্পধারা বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃৃন্দ। দলটির প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এর দলের পক্ষে প্রথম প্রহরে পুস্পস্তবক দিবেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মহসিন চৌধুরী ।
জ্যেষ্ঠ সহ-সভাপতি মহসিন চৌধুরী নেতৃত্বে বিকল্পধারার নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি ওবায়দুর রহমান মৃধা, যুগ্ম মহাসচিব এনায়েত কবির, বিকল্পধারা বাংলাদেশের সহ দপ্তর সম্পাদক আমিনুুল ইসলাম বুলু, মহাসচিবের পিএ মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যুবধারার সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিহাব প্রমুখ।