Thursday, July 18, 2024
Homeরাজনীতিভাসানী পরিষদের ড. সেলিম সদস্য সচিব, রিজু বাদ

ভাসানী পরিষদের ড. সেলিম সদস্য সচিব, রিজু বাদ

হাবিবুর রহমান রিজুকে ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি এবং ড. আবু ইউসুফ সেলিমকে দায়িত্ব প্রদান । ভাসানী অনুসারী পরিষদের নীতি নির্ধারনী কমিটির এক জরুরী সভা সকাল ১১.৩০ মিনিটে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সংঘঠনের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হাবিবুর রহমান রিজুকে অদ্য ১২ মার্চ ২০২৪ থেকে সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়াও পার্টির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল কর্মকান্ড থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। পাশাপাশি উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিমকে ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়। অদ্য থেকে তিনি আগামী সম্মেলন পর্যন্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

Most Popular

Recent Comments