Friday, September 29, 2023
Homeজামালপুরভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর উপলক্ষে বকশীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর উপলক্ষে বকশীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ৩৯ হাজার ৩৬৫ টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।
এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , গণমাধ্যম কর্মী , উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।
উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার , উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, পিআইও মো. মজনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , উপকারভোগী কুলকুম আক্তার । ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিন ধাপে বকশীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ২১২ টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
এরপর আর কোন ভূমিহীন ও গৃহহীন পরিবার না থাকায় গত বছর বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments