ইসলামপুর প্রতিনিধি : ভূয়া সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে করে অবশেষে শশুড় বাড়ী লোকের হাতে আটক হয়ে শিপন নামে এক যুবক শিকলবন্দী হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে সভুকুড়া গ্রামে।জানা যায়, ভূয়া সৈনিক শিপন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গ্রামের মোন্নাফ আলীর ছেলে। ভূয়া সৈনিক শিপন মিয়া জানায়, সে সোশ্যাল মিডিয়া “শিপন মিয়া’নামে আইডি খোলে ভূয়া সৈনিক পোশাক ও পরিচয় দিয়ে এক বছর আগে তিন লক্ষ টাকা যৌতুক নিয়ে গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বলিদা পাড়া গ্রামের জমির উদ্দিন পাখীর মেয়েকে বিয়ে করে। একইভাবে তিন মাস পর গত ৮মাস আগে একই উপজেলার সভুকুড়া গ্রামে দেলোয়ারের মেয়েকে কোর্ট ম্যারিজ করে ২য় বিয়ে করে। পরবর্তীতে মেয়ের বাবা বিষয়টি মেনে নিলে ১০লক্ষ টাকা যৌতুক হাতিয়ে নেয় ভূয়া সৈনিক জামাই শিপন। অবশেষে ভূয়া সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে খবরটি সভুকুড়া গ্রামের ২য় স্ত্রীর পরিবারের লোকজন জানতে পারে। পরে কৌশলে ভূয়া সৈনিক জামাইকে শনিবার ডেকে নিয়ে এসে ভূয়া সৈনিক জামাইকে উচিত শিক্ষা দিতে শিকলবন্দী অবস্থায় আটক করে করে রাখা রয়েছে। অধ্যবধি পাহারায় রয়েছে গ্রাম্য পুলিশ। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। গোয়ালের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related Posts
মেলান্দহে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
- AJ Desk
- May 3, 2024
আব্দুল হাই : জামালপুরের মেলান্দহ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি […]
দেওয়ানগঞ্জে শহীদ ছানা সমাজ কল্যান সংস্থার প্রশংসনীয় উদ্যোগ
- AJ Desk
- March 14, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জের শহীদ ছানা সমাজ কল্যান সংস্থার একটি মহৎ উদ্যোগের বিষয় সর্বমহলে […]
মাদারগঞ্জে হাজার কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি, দিশেহারা গ্রাহক
- AJ Desk
- April 3, 2024
ফুয়াদ খন্দকার : জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির নামে গ্রাহকের কাছ থেকে হাজার কোটি টাকা আমানত […]