Sunday, September 24, 2023
Homeজাতীয়ভোটের মাঠে ছয় বিধিতে বিচার করতে পারবে ৪৮ ম্যাজিস্ট্রেট

ভোটের মাঠে ছয় বিধিতে বিচার করতে পারবে ৪৮ ম্যাজিস্ট্রেট

আগামী ১৩, ১৬ ও ২০ মার্চ দেশের অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলা পরিষদের বিভিন্ন পদে সাধারণ ও উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৪৮ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে পাঁচদিন দায়িত্ব পালন করবেন। ইসির নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ছয়টি বিধিতে ভোটের মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।

বৃহস্পতিবার (০৯ মার্চ) ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব শাহীনুর আক্তার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

আগামী ১৩ মার্চ একটি, ১৬ মার্চ ৫৩ ও ২০ মার্চ ছয়টি ইউপির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ নয়টি পৌরসভায় অনুষ্ঠিত হবে বিভিন্ন পদে উপ-নির্বাচন। আর ২০ মার্চ তিনটি উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এইসব নির্বাচনে ইসির জারিকরা বিধিমালার বিধি ৭২, ৭৪, ৭৫, ৭৬, ৭৭ এর উপবিধি (১) এবং বিধি ৭৮ এর অধীন শস্তিযোগ্য অপরাধ আমলে নিয়ে বিচার কাজ পরিচালনা করতে পারবেন।

দায়িত্ব প্রাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন। এজন্য তারা একজন বেঞ্চ সহকারী/স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বপালনকালে প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments