Monday, March 4, 2024
Homeজামালপুরভোট কেন্দ্রে জাল জালিয়াতির চেষ্টা করলে হাত ভেঙ্গে দেওয়া হবে-মির্জা আজম এমপি

ভোট কেন্দ্রে জাল জালিয়াতির চেষ্টা করলে হাত ভেঙ্গে দেওয়া হবে-মির্জা আজম এমপি

নিজস্ব সংবাদদাতা : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিসহ অনেকগুলা ইসলামিক দল অংশগ্রহণ করেছে। নির্বাচন হবে সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। ভোট কেন্দ্রে কোন জাল জালিয়াতির চেষ্টা করলে হাত ভেঙ্গে দেওয়া হবে। ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
তিনি গতকাল শনিবার জামালপুর সদরের শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট করেছে। শুধু বয়কটই করে নাই, তারা নির্বাচন বানচাল করার জন্য কর্মসূচিও গ্রহণ করেছে। গত ২৮ তারিখ থেকে এ পর্যন্ত ৩/৪শ গাড়ি পুড়িয়েছে। তাদের সঙ্গে যুদ্ধ করেই এই নির্বাচন করতে হবে।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। এসময় শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments