Sunday, July 3, 2022
Homeদেশজুড়েজেলার খবরমমেক হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু

মমেক হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু

আ.জা. ডেক্স:

ময়মনসিংহে নতুন করে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে ২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রোববার সকালে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। সিভিল সার্জন জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে মোট ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments