নিজস্ব সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ালটন প্লাজা জামালপুর এরিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের সবুজায়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথি বৃন্দদের বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে।”
শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা ওয়ালটন প্লাজার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রমে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই উদ্যোগের মাধ্যমে ওয়ালটন প্লাজা জামালপুর এরিয়া পরিবেশ রক্ষার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে।