এম.এইচ.রশীদ:
জামালপুর সদর উপজেলার রসুলপুর ত্রিনয়নী অবস্থিত তুলসীপুর ডিগ্রী কলেজে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কলেজের হল রুমে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ১১ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে ফিজিক্যাল ইন্সট্রাক্টর সুলতান মাহমুদের উপস্থাপনা প্রধান আলোচক হিসেবে তুলসীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম জাহাঙ্গীর আলম লিচু দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনাঢ উদ্বুদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় আরো বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক মঞ্জুরুল হাসান, প্রভাষক আবদুল বারী, ডেমোনেস্ট্রেটর মনিরুজ্জামান ময়নাল সহ অনেকে। দীর্ঘ আলোচনার পর শহীদ বুদ্ধিজীবী সহ স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের ও বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গে আত্মার মাগফেরাত কামনা করে এবং বর্তমান সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের কর্ণধার জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন প্রভাষক নুরুল ইসলাম।