মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 

বাংলাদেশ গণমুক্তি পার্টির আহবায়ক এম এ আলীম সরকার এক বিবৃতিতে  বলেছেন – ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস রূপে উদযাপিত হয়ে আসছে। আমরা এই দিনটিকে বাংলাদেশের জনগণের মধ্যে সত্যিকারের জাতীয়তাবোধ বিকশিত হওয়ার এবং জাতিরাষ্ট্র রূপে বাংলাদেশকে শক্তিমান ও সংস্কৃতিমান রূপে বিকশিত করার সংকল্প গ্রহণ করে কাজ  করার সংস্কৃতির ধারণাকে আমরা নাচ গান ও বিনোদনের ব্যাপার  বলে  মনে করি না। আমরা মনে করি সর্বজনীন কল্যাণে ঐক্যবদ্ধ উনসত্তর সম্পর্কে সকলের উন্নতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলার  এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার সংকল্প গ্রহণের দিন। গতানুগতিক রাজনীতিতে বাইরের নানাশক্তিকে বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ  ব্যাপারে ডেকে আনার জন্য যেভাবে কাজ করা হচ্ছে তার ফলে আমাদের জাতীয় চিন্তা চেতনা ও বাংলাদেশকে এদেশের রাষ্ট্ররূপে গড়ে তোলার পরিপন্থী।  আমরা মনে করি বাংলাদেশের জনগণ  মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ ব্যাপারে ডেকে আনা হয়। এর ফলে আমাদের  জাতীয়তাবোধ ও রাষ্ট্রের সার্বভৌমত্ববোধ  ব্যাহত হয়। এই দিনে বাংলাদেশের জাতীয় চেতনা ও রাষ্ট্র গঠনের জন্য সকলকে সচেতন থাকার ও সক্রিয় হওয়ার জন্য দেশবাসী সকলের প্রতি আহ্বান জানাই।