নিজস্ব প্রতিনিধি : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হামদর্দ জামালপুর শাখা অসহায় দরিদ্র দুঃস্থ রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণের আয়োজন করে। ২৬ মার্চ মঙ্গলবার সকালে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মোঃ দেলোয়ার হোসেন, হামদর্দ জামালপুর এরিয়া ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, দি বাংলাদেশ টুডের জামালপুর জেলা প্রতিনিধি এম সুলতান আলম। অনুষ্ঠানে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন হামদর্দ জামালপুর শাখার মেডিকেল অফিসার হাকিম জহিরুল ইসলাম জুয়েল ও জুনিয়র মেডিকেল অফিসার হাকিম খাদিজা। পরে সকল দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হামদর্দ র্জামালপুর শাখার চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
