Sunday, June 13, 2021
Home বিনোদন মাদক নির্মূল করার এটিই প্রকৃত সময়: রাভিনা

মাদক নির্মূল করার এটিই প্রকৃত সময়: রাভিনা

আ.জা. বিনোদন:

সম্প্রতি মাদক কান্ডে বেশ কয়েকজন বলিউড তারকার নাম জড়িয়েছে। অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মতে, তারকারা ‘সফট টার্গেট’ হচ্ছেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাভিনা ট্যান্ডন লেখেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের আশীর্বাদ ছাড়া কোনো মাদক সরবরাহ অসম্ভব। রাঘব বোয়ালরা কোনো প্রশ্ন করা ছাড়াই বেঁচে যাচ্ছে। যদি একজন সাংবাদিক মাদক সরবরাহকারীর কাছে যেতে পারেন, কর্তৃপক্ষ কি তাদের খুঁজে বের করতে পারেন না? তারকারা সফট টার্গেট হচ্ছেন।’ অন্য এক টুইটে তিনি লেখেন, ‘মাদক নির্মূল করার এটিই প্রকৃত সময়। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমাদের যুবসমাজের জন্য খুবই উপকার হবে। এই প্রক্রিয়া সকল সেক্টরে শুরু হোক। এটিকে মূল থেকে উপড়ে ফেলুন। দোষী, ব্যবহারকারী, সরবরাহকারীদের শাস্তি দিন। এর পেছনে বড় ব্যক্তিরা রয়েছেন, যারা মানুষকে ধ্বংস করে দিতে চায়।’ সম্প্রতি মাদক কান্ডে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিংয়ের নাম জড়িয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুক্রবার অভিনেত্রী রাকুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার এনসিবি দপ্তরে গিয়েছেন দীপিকা, সারা ও শ্রদ্ধা। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই অভিনেতার মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তী সময়ে তদন্ত শুরু করে এনসিবি। এই ঘটনায় ইতোমধ্যে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

৬ দফার ভেতরেই নিহিত ছিল স্বাধীনতার এক দফা: প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: ঐতিহাসিক ৬ দফার ভেতরেই স্বাধীনতার এক দফা নিহিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির...

স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে এসএসসি পরীক্ষা: শিক্ষাবোর্ড

আ.জা. ডেক্স: চলমান করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতে সব কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের এসএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে...

১৩ হাজার ৯৮৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

আ.জা. ডেক্স: চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকার সম্পূরক বাজেট সংসদে...

করোনায় আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১৯৭০

আ.জা. ডেক্স: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯...

Recent Comments