Friday, March 31, 2023
Homeজামালপুরমাদারগঞ্জের চরপাকেরদহে আত্মনির্ভরশীল প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারগঞ্জের চরপাকেরদহে আত্মনির্ভরশীল প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: জামালপুরে আত্মনির্ভরশীল জাতীয় সোসাইটি ও সহনশীল কমিউনিটি (এসএনএসআরসি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ৩০ডিসেম্বর সকালে তেঘরিয়া বাজারে মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রে চরপাকেরদহ ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ কর্মশালার আয়োজন করেন জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিট। জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আশরাফ হোসেন তরফদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো. মাসুম রেজা রহিম, মাদারগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল, মাদারগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী কর্মকর্তা মেহেদি হাসান, মাদারগঞ্জ উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি সামিনা জাহান, চরপকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল, পিআইসি ও ইসি মেম্বার জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাখাওয়াত হোসেন তপন, মিসেস লাইলী বেগম , ডিআরআর কো অর্ডিনেটর বিডিআরসিএস মো. আকবর আলী প্রমুখ। বক্তারা বলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন একটি বন্যা কবলিত এলাকা। প্রতি বছর বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত এলাকাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বক্ষণ সব ধরনের সহযোগিতা করে থাকে। দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট সোসাইটি ক্ষতিগ্রস্থ লোকদের পাশে থাকা সহ সবধরনের সহযোগিতা করে থাকে। বক্তারা আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাস্তবায়নে ও সুইডিশ রেডক্রসের সহযোগিতায় ৩ বছরব্যাপী মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ১, ২, ৪ ও ৯নং ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানান। অনুষ্ঠান পরিচালনা করেন উপ পরিচালক ও বিডিআরসিএস মো. হায়দার আলী। এ কর্মশালায় বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, রাজনৈতিক নেতা, সমাজসেবক ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments