মাদারগঞ্জ সংবাদদাতা: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অক্সফোর্ড একাডেমির হাইস্কুল শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার ক্ষুদ্রজোনাইল এলাকায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। অক্সফোর্ড একাডেমির পরিচালনা পর্দেষর সভাপতি ইমামুর রশিদ বাবুলেরর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কাউন্সিলর নজরুল ইসলাম প্রমুখ। এ সময় অক্সফোর্ড একাডেমির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মির্জা শরিফুল ইসলাম, প্রভাষক রঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক মেছবাহুল হক আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শাহজাহান মিয়া, উপ-অর্থ সম্পাদক আরিফুল ইসলাম টুনু, সদস্য মোকারম হোসেন, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, রুবেল আহাম্মেদ, নুর মোহাম্মদ, এ.টি.এম ফারুক, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নানসহ স্থানীয় গণমান্যবক্তিবর্গ উপস্থিত ছিলেন।