মাদারগঞ্জ সংবাদদাতা :
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সোমবার দুপুরে পৌরসভার বালিজুড়ী বাজারে তিনি ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুন কুমার সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক নুরনবী লুলু সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হিরা, শহর যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাগর, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন রানা, শহর ছাত্রলীগের সভাপতি কায়ছার আহম্মেদ মামুন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ উপজেলা-শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।