মাদারগঞ্জ প্রতিনিধি:
হঠাৎ করে সারা বিশ্বের মত বাংলাদেশেও কোভিড-১৯ করোনা ভাইরাস মাথা চারা দিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম এমপির অনুপেরনায় মাস্ক বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি বাবু সমীর কুমার পাল পাচু ও সাধারণ সম্পাদক এ.কে.এম হযরত আলী হিলারীর নেতৃত্বে মাদারগঞ্জ শহরস্থ বালিজুড়ি বাজারের বিভিন্ন পয়েন্টে প্রায় ৯ শতাধিক পথচারী, অটোরিক্সা ও যাত্রী এবং ফুটপাত ব্যবসায়ীদের মাঝে এ মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরণের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান। এসময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার খোরশেদ, সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত টুটুল,শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরশাদ খাঁন,সাধারণ সম্পাদক রাঁজেশ পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক অজয় ঘোষ,তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সবুজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।