নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ-১ এই গ্যাস কূপ খননের স্থান নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মির্জা আজম স্থান নির্ধারণ বলেন, আগামী ডিসেম্বর মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে কূপ খনন শুরু করা হবে। দ্রুত প্রস্তুতি নেওয়া হচ্ছে কূপ খননের জন্য। তিনি আশা প্রকাশ করেন, তেল-গ্যাস সহ অন্যান্য মূল্যবান প্রাকৃতিক সম্পদ রাষ্ট্রে পক্ষ থেকে উত্তোলন করে জনগণের প্রয়োজনে সেটা ব্যবহার করা হবে। গত শুক্রবার দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামে তেল-গ্যাস কূপ খননের স্থান নির্ধারণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, জামালপুর-১গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প খুবই সম্ভাবনাময়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এরই মধ্যে দ্বিমাত্রিক জরিপ শেষ করেছ। এই ব্লক তিনটি তেল-গ্যাসের জন্য সম্ভাবনাময় বলে জানান তিনি। তিনটি অনুসন্ধান কূপ খননের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কূপ খননের জন্য ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজল) মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করা হয়েছে। ডিপিপি পাশ হওয়ায় সাথে সাথে দ্রুত আনুসাঙ্গি প্রস্তুতি নেওয়া হবে কূপ খননের জন্য। এসময় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুণ কুমার সাহা,বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম ও মির্জা গোলাম মওলা সোহেল সহ বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।