জি.বি.এম রুবেল আহম্মে : বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামে ‘চারণ থিয়েটার’ এর আয়োজনে ৪ দিনব্যাপী নাট্যোৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়। সেইসাথে চারণের উদ্যোগেই ৭ দিনব্যাপী পৌষ মেলার উদ্ভাবন করা হয়। ১৯ জানুুয়ারি ২৩ খ্রি. উদ্বোধন দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটক উপভোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ-মাদারগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম এম.পি। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গীতিকবি মো: ওবায়দুর রহমান বেলাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের সহযোগি অধ্যাপক ড. লুৎফর রহমান। ১ম দিন সভাপতিত্ব করেন ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র থিয়েটারের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাজু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিন। সন্ধ্যায় ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়, মাদারগঞ্জ আয়োজিত আন্ত: প্রাথমিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাত ৮ টায় মঞ্চায়িত হয় চারণ থিয়েটার পরিবেশিত নাটক- সেনেরখিলের তালুকদার। একই সময়ে ২য় দিন প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমান রিপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-বিশিষ্ট কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী। সভাপতিত্ব করেন অত্র থিয়েটারের সভাপতি সাখাওয়াত হোসেন ও সঞ্চালনা করেন ভোর হলো, মাদারগঞ্জের সাধারণ সম্পাদক ও অত্র থিয়েটারের প্রচার ও প্রকাশনা সম্পাদক জি.বি.এম রুবেল আহম্মেদ। রাত ৮ টায় মঞ্চায়িত হয় মেলান্দহ শহীদ সমর থিয়েটারের পরিবেশনা নাটক- সোহাগী বাঈদানীর ঘাট। ৩য় দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। প্রধান আলোচক ছিলেন গীতিকবি মো. ওবায়দুর রহমান বেলাল। সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন ভোর হলো, মাদারগঞ্জের সভাপতি ও থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লাঞ্জু। রাত ৮ টায় জামালপুর থিয়েটার অঙ্গন পরিবেশিত ফরাসী মলিয়ের নাটক- গিটঠু মঞ্চায়িত হয়। প্রধান আলোচক ছিলেন গীতিকবি মো. ওবায়দুর রহমান বেলাল। নাট্যোৎসবের ৪র্থ দিন সমাপনীতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ফারুক আহম্মেদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও নুর মোহাম্মদ সিদ্দিকীর সঞ্চালনায় ময়মনসিংহ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশিত পল্লী কবি জসীম উদদীনের গীতি নৃত্যনাট্য নকশী কাঁথার মাঠ মঞ্চায়িত হয়। বর্ণাঢ্য ও সুসজ্জিত রঙিন সাজে প্রতিদিন প্রায় ৩ হাজার দর্শক সমাগম হয় নাট্যোৎসবে। ৪ দিনব্যাপী নাট্যোৎসবের সমাপ্তিঘটলেও পৌষ মেলা জমজমাটভাবে এখনো চলছে।