মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজনে করে। পৌর বিএনপির সাবেক সভাপতি হাবলুল গাজী বেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহীন সবুজ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান অপু, শফিকুল ইসলাম সিজার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফায়েজুল বারী পলাশ। এসময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুদ্দিন বুলবুল, সাবেক সহ সভাপতির হাসান একরামুল কবির, সাবেক সহ প্রচার সম্পাদক আব্দুল বারিক, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কড়ইচড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল নুর আসলাম, সহ সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ইসলাম, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুমিনুল হক হাসান, জান্নাতুল ইসলাম জনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুরুল্লাহসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বালিজুড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
Related Posts
জামালপুর সনাকের নতুন সভাপতি শামীমা খান
- AJ Desk
- April 1, 2024
নিজস্ব সংবাদদাতা : ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের নতুন […]
মেলান্দহে দক্ষতা উন্নয়ন (গাভী পালন)নিবিড় প্রশিক্ষন কোর্সের সমাপনী
- AJ Desk
- March 25, 2024
আব্দুল হাই : জামালপুরের মেলান্দহে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গরুর […]
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হলেন মাসুদ হাবীব পলিন
- AJ Desk
- July 15, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুদ হাবীব পলিন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির […]