মাদারগঞ্জ সংবাদদাতা: জামালপুরের মাদারগঞ্জে ঝুঁকিপূর্ণ সমবায় নির্ণায়কসমূহ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে পরিষদের খরকা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ন নিবন্ধক মোহাম্মদ সফিকুল ইসলাম। মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমূখী সমবায় সমিতির সভাপতি রায়হান রহমতুল্লাহ রিমু’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মির্জা জিল্লুর রহমান জনি’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপনিবন্ধক ( প্রশাসন) মোল্লা নিয়ামুল বাশার,মাদারগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান,মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহেল প্রমুখ। এসময় উপজেলার সকল সমবায় লিমিটেড এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।