Friday, June 9, 2023
Homeজামালপুরমাদারগঞ্জে ট্রলি ও ট্রাক্টর আতঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা

মাদারগঞ্জে ট্রলি ও ট্রাক্টর আতঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন পাকা সড়ক দিয়ে ইট,বাল ুও মাটি পরিবহনকারী অবৈধ ট্রলি ও ট্রাক্টরের দৈরাত্ব্য দিন দিন বেড়েই চলছে। বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। অকালেই ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। কাউকে আবার সারাজীবনের মতোবরণ করতে হচ্ছে পঙ্গুত্ব। এ ছাড়া এগুলোর বিকট শব্দের কারণে হচ্ছে শব্দদুষনও। ফলে পথচারীসহ জনসাধারণকে আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে। খোজ নিয়ে জানা যায়, ট্রলিও ট্রাক্টর চলাচলের সময় উচ্ছমাত্রায় শব্দের কারণে অতিমাত্রায় শব্দদূষণহয়। যে কারণে সরকার ২০১০ সালে সারাদেশে পাকা সড়ক গুলোতে সব ধরণের ট্রলি ও ট্রাক্টর চলাচল অবৈধ ঘোষনা করেছে। ট্রাক্টর মালিক ইসমাইল ও খালেক মিয়া বলেন ট্রাক্টর মুলত কৃষি কাজের জন্য ব্যবহার করা হয়। তবে চাষাবাদের মৌসুম শেষ হলে ট্রাক্টরের আর কোন প্রয়োজন থাকেনা। তাই আমিসহ অনেকেই ট্রাক্টর দিয়ে ইট বালু ও মাটি আনানেওয়ার কাজ করি। এটা অবৈধ কিছুনা। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর নিকটে জানতে চাইলে নির্বাহী অফিসার ইলিশায় রিছিল বলেন যে পাকা সড়কে ট্রাক্টরের চলাচলে কিংবা পন্য সামগ্রী বহনের অনুমতি নেই। মুলত এইগুলি কৃষিকাজে ব্যবহার করা উচিত। তবে এ গুলো কৃষি কাজ বাদ দিয়ে অন্য কাজ করে কিনা সেটা আমার জানা নেই। আর যদি এই রকম হয় তাহলে খুব শিগগিরই তাদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments