মাদারগঞ্জ সংবাদদাতা:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শেষ হলো দুই দিনব্যাপী উত্তরণ মেলা। রোববার বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এই মেলার সমাপ্তি ঘটে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) মাফরোজা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা মাহফুযুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, পল্লী বিদ্যুতের ডিজিএম জসিম উদ্দিন প্রমূখ। এ মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ৩০ টি স্টল অংশগ্রহণ করেছিল। এ মেলায় ৩০টি স্টলের মধ্যে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। এছাড়াও বাকী স্টল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।