Friday, September 29, 2023
Homeজামালপুরমাদারগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত

মাদারগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত

মাদারগঞ্জ প্রতিনিধি : “স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে সারাদেশের মত জামালপুরের মাদারগঞ্জেও অনুষ্ঠিত হলো প্রাণীসম্পদ সেবা সপ্তাহ এর উদ্বোধন, প্রদর্শনী ২০২৩ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা ও সমাপনী। গত শনিবার উপজেলা প্রাণী সম্পদ ও ভেটরিনারি হাসপাতলের আয়োজনে ও প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় উপজেলা পরিষদ চত্বর মাঠে দিন্যব্যাপী চলে এ অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব দৌলতজামান দুলাল,মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক,পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী জসিম উদ্দিন,গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু প্রমুখ। খামারীদের পক্ষে বক্তব্য রাখেন সেবা এগ্রো ডেইরি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ ডাঃ রিজভী আহম্মেদ। এর আগে স্টল পরিদর্শন করেন অতিথিরা। প্রদর্শনীতে গরু,ছাগল,হাঁস,মুরগী, ছাগল,ভেড়া ঘোড়া ও প্রযুক্তি বিষয়ক ৩৫টি স্টল প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন ক্যাটারগরীতে শ্রেষ্ঠ খামারীদের মাঝে টাকার চেক সনদপত্র বিতরণ করা হয়। শ্রেষ্ঠত্ব বাছাইয়ে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন। এসময় উপজেলা প্রাণী সম্পদ সম্প্রাসারণ কর্মকর্তা ডাঃ মোহাইমিনুল ইসলাম তুষারসহ উপজেলার বিভিন্ন খামারী, গণমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments