Sunday, October 1, 2023
Homeজামালপুরমাদারগঞ্জে ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান...

মাদারগঞ্জে ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মাদারগঞ্জ সংবাদ দাতা : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জামালপুরের মাদারগঞ্জের ঐহিত্যবাহী অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বৃহস্পতিবার ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপি চলে অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ তোফাজ্জ্বল হোসেন মণ্ডলের সভাপতিত্বে ও ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফায়েল আহম্মের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের (অবঃ) সহকারী শিক্ষক জহরুল হক বি.এস.সি,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম হারিজ,সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার,জোড়খালি ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন লাঞ্জু। আলোচনা শেষে ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে এক মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। এরপর চলে মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান। এতে ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অতিথি শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এসময় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments