মাদারগঞ্জ সংবাদদাতা:
“বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙ্গিন’’ এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাফরোজা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হাসানাত মুক্তা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান বাবু অরুন কুমার সাহা, ওসি মাহবুবুল হক, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুযুল ইসলাম ,বীর মুক্তিযোদ্ধা আবু বক্বর সিদ্দীক, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু, প্রধান শিক্ষক আব্দুল হাই বি.এস.সি প্রমূূখ।