Thursday, July 25, 2024
Homeজামালপুরমাদারগঞ্জে বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারগঞ্জে বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে মামলা দিয়ে হয়রানি ও মিথ্য, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান এলাকায় নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে কড়–ইচূড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ভূক্তভোগী রাশেদুল হাসান লাজু বলেন, মহিষাবাথান এলাকার আব্দুর রহিমের ছেলে রুবেলের সাথে তাদের প্রতিবেশী জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাতের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। বিরোধের জেরে সম্প্রতি তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয় ও হাতাহাতি হয়। পরবর্তীতে সিফাতের মা শিল্পী বেগম এ ব্যাপারে মামলা দায়ের করেন। সিফাত ছাত্রলীগের প্রভাব খাটিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে অন্যায়ভাবে আমাকে ওই মামলায় আসামী করেছে। কিন্তু বিরোধপূর্ণ ওই জমি নিয়ে রুবেল ও সিফাতের পরিবারের মধ্যে যে বিরোধ বা হাতাহাতির ঘটনা ঘটেছে তার সাথে আমি বা আমার পরিবারের কোন প্রকার সম্পৃক্ততা নেই। অহেতুক মামলা দিয়ে হয়রানি ও মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার করায় তিনি তার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করেন। সংবাদ সম্মেলনে লাজুর বাবা কড়–ইচূড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রকিব আবলু, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তাকিম বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments