মাদারগঞ্জ সংবাদদাতা:
জামালপুরে মাদারগঞ্জ উপজেলার পৌরসভায় বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ মির্জা আজম এম.পি। শনিবার সকালে উপজেলা নুরুন্নাহার মির্জা আবুল কাশেম অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনাব মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বারো) পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ সামিউল আলম পিপিএম, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওমীলীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি বাবু অরুণ কুমার সাহা প্রমুখ। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। এর আগে প্রধান অতিথি বালিজুড়ী রওশনআরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবন এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এবং মাদারগঞ্জ এ.এইচ জেট সরকারি কলেজের ৬ তলা একাডেমিক ভবন এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।