Saturday, April 1, 2023
Homeজামালপুরমাদারগঞ্জে ভাঙ্গা সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার

মাদারগঞ্জে ভাঙ্গা সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ -মেলান্দহ সড়কের উপর একটি সেতু ভেঙ্গে মরণ ফাঁদে পরিনত হয়েছে। ভাঙ্গা অংশের উপর কলাগাছ কিছু মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিন্তু যানবাহনের ঝাকুনিতে সে গুলি পড়েগেছে। দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হালকা ও ভারী যানবাহন। এতে যে কোনো সময় বড় ধরনে দূঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সেতুটির মাঝ খানে ভেঙ্গে গেছে। ভাঙ্গা অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছেনা বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায়,মাদারগঞ্জ-মেলান্দহ সড়কের গোপালপুর এলাকার খালের উপর অনেক বছর আগে সেতুটি নির্মান করা হয়েছিল। প্রায় তিন বছর আগে সেতুটি মাঝখানে অনেক অংশ ভেঙ্গে পড়েছে। ভেঙ্গে পড়া স্থানে কিছু বাঁশ এবং মাটি দিয়ে ঢেকে রাখা হয়। জীবনের ঝুকি নিয়ে সেই সেতুর উপর দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে ভারি যানবাহন। তবে ভেঙ্গে যাওয়া অংশেই নয় পোরো সেতুটিই এখন ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকাবাসি জানান,মাদারগঞ্জ উপজেলার সঙ্গে মেলান্দহ উপজেলার চলাচলের একমাত্র সড়ক এটি। এত জনগুরুত্ব সড়কে ভাঙ্গা সেতুটি সংস্কারে কারো নজর নেই বলেই চলে। এই সড়কের উপর দিয়ে দিন রাতে শত শত ভারী যানবাহন চলা চল করে জীবনের ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে পারা পার করতে হয়। যে কোনো সময় ঝুকিপূর্ণ সেতুটি ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসি। সেতুটির দক্ষিণ পাশেই রয়েছে খাজা শাহসুফি ইউনুছ আলী কলেজ। সেই কলেজের ছাত্র-ছাত্রীরা বলেন প্রায় তিন বছর আগে সেতুটির মাঝখানে ফাটল দেখা দেয়। ফাটলের বিষয়ে উপজেলা এলজিড়ি অফিসে জানানো হয়েছিল সেতুটি মেরামত করার জন্য। কিন্তু তারা কোনো প্রকার ব্যাবস্থা নেয়নী। মেরামতের ব্যবস্থা না নেওয়ার ফলে ছোট ভাঙ্গাটি দিন দিন পথচারি দের মরণ ফাঁদে পরিনত হয়েছে। অটোগাড়ী চালক শ্যামল রবিদাশ বলেন যে রাতের বেলায় সেতুর উপর দিয়ে যাওয়ার সময় জানে পানি থাকেনা কি জানি কি হয়। ট্রাক ডাইভার মোর্শিদ জানান,দিনের বেলায় কোনো রকম চলাচল করা গেলেও রাতে আতঙ্ক নিয়ে সেতুটি পারাপার হতে হয়। সেতুটি নতুন করে নির্মান করা খুবই জনগুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments