Thursday, September 28, 2023
Homeজামালপুরমাদারগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথসভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথসভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ সংবাদদাতা : মাদারগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণীর) যৌথ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও ইলিশায় রিসিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবন্তী রায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদারগঞ্জ এলাকাটি নদী ভাঙন প্রবণ এলাকা। ভাঙনের কবলে পড়ে কেউ গৃহহীন হলে তাকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল,মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,বিআর ডিবির চেয়ারম্যান বাবু অরুণ কুমার সাহা, ওসি মাহাবুব হক, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন। সভায় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমেনা খাতুন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও স্থানীয় গণমাধ্যম কর্মী গন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments