Sunday, October 1, 2023
Homeজামালপুরমাদারগঞ্জে মডেল থানার আয়োজনে ইজিবাইক ও সিএনজি চালকদের মাঝে সচেতনতামূলক আলোচনা

মাদারগঞ্জে মডেল থানার আয়োজনে ইজিবাইক ও সিএনজি চালকদের মাঝে সচেতনতামূলক আলোচনা

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জে ইজিবাইক,সিএনজি ও মাইক্রো চালকদের মাঝে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মডেল থানার আয়োজনে শহরের সিএনজি স্টেশন সংলগ্ন বিসমিল্লাহ মাইক্রো পার্কিং এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার। জাতীয় শ্রমিক লীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি সর্দার আব্দুল হাই মেম্বারের সভাপতিত্বে ও মাইক্রো মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন,জাতীয় শ্রমিক লীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার,মাইক্রো মালিক সমিতির সভাপতি প্রভাষক আশরাফ হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন অঞ্চলের ইজিবাইক ও সিএনজি চালকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গগত, সাম্প্রতিক সময়ে মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়িতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে চালক ও মালিকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে মডেল থানার এই আলোচনা সভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments