মাদারগঞ্জ সংবাদদাত : জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের পশ্চিম সুখনগরীতে অবস্থিতে মাইশা কিন্ডার গার্টেন স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মাইশা কিন্ডার গার্টেনের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে দিনব্যাপি চলে অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির,ইউপি সদস্য সেলিম আহম্মেদ, প্রাইমারী শিক্ষক আলহাজ্ব ইয়াকুব আলী,মাইশা কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আল আমিন প্রমুখ। আলোচনা শেষে মাইশা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় মাইশা কিন্ডার গার্টেন স্কুলের সকল শিক্ষক মণ্ডলীসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।