মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে রহস্যজনক আগুনে কাঁচামাল ব্যবসায়ীর ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা,স্বর্ণ,আসবাবপত্র মিলে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি করেছে ভোক্তভোগীরা। এ ছাড়াও জমির গুরুত্বপূর্ণ কাগজপাতি ও পুড়ে ছাই গেছে। বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টার দিকে বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার এলাকার শাহজাহান মণ্ডলের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে ছাই যায়। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন প্রতিবেশী দলু মণ্ডল শত্রুতার জেরে আগুন দিয়েছেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, কাঁচামাল ব্যবসায়ী শাহজাহান মণ্ডলের বাড়িভিটার ১২ শতাংশ নিয়ে অভিযুক্ত দলু মণ্ডলের সাথে ১ বছর ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে দলু মণ্ডল শাহজাহানদের বিরুদ্ধে আদালতে মামলাও করেন। শাহজাহান মণ্ডলের ভাগ্নে হারুনুর রশীদ অভিযোগ করে বলেন, মামলার হাজিরা থাকায় আজ সকালে আমার মামা ও অন্য ২ আসামী নানী এবং মামি জামালপুরে আদালতে গেলে এই সুযোগে দলু মণ্ডল ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে নগদ টাকা, স্বর্ণ ও ঘরের আসবাবপত্র মিলে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়াও জমির গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে গেছে। আমরা এর বিচার চাই।