স্টাফ রিপোর্টার : মাদারগঞ্জ উপজেলার কয়ড়া শহীদ শাহজাহান বীর বিক্রম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিনহাজুর রহমান চৌধুরী বিভিন্ন ভাবে হয়রানির স্বীকার হয়ে প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। জানা যায় প্রধান শিক্ষক মোঃ মিনহাজুর রহমান চৌধুরী অসুস্থ্য থাকার সুযোগে একটি কুচক্রি মহল বিভিন্ন ভাবে তাকে হয়রানি করে আসছে। তিনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিদ্যালয় থেকে ছুটি নিলেও তাকে বিদ্যালয়ে অনুপস্থিত দেখিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে। শুধু তাই নয় তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ বিষয়ে শহীদ শাহজাহান বীর বিক্রম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিনহাজুর রহমান চৌধুরী বলেন একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমাকে চাকুরীচ্যুত করার জন্য হুমকী দিয়ে আসছে। আমার বিরুদ্ধে মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা যে অভিযোগ করেছেন তা সম্পূর্ন মিথ্যে। তিনি গ্রামীণ ব্যাংকে চাকুরী দেওয়ার কথা বলে স্থানীয় অনেকের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা নিয়ে চাকুরীর ব্যবস্থা না করে দিয়ে টাকা আত্মসাৎ করেন। এছাড়া তিনি ইতিপূর্বে কয়ড়া বাজারে একটি ভূয়া এনজিও খুলে মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা নিয়ে তা আত্মসাৎ করেন। উক্ত ঘটনার প্রতিবাদ করায় তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও হুমকী দিয়ে আসছে। আমি প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। আমি রাজনৈতিক ভাবে হয়রানির স্বীকার। শুধু আমাকে নয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তোজাম্মেল হোসেন, মোঃ লুৎফর রহমান এবং নিরাপত্তা কর্মী মোঃ মোয়াজ্জেম হোসেন কেউ বিভিন্ন ভাবে হুমকী দিয়ে আসছে। আমার অভিযোগের সুষ্ঠ তদন্ত করা হলে সত্য প্রকাশিত হবে এবং অপরাধীরা শাস্তি পাবে। তাই প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য।
Related Posts
মেলান্দহে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
- AJ Desk
- September 16, 2024
নিজস্ব প্রতিনিধি : জামালপুরের মেলান্দহের বেলতৈল গ্রামে প্রতিপক্ষের নির্যাতনের শিকার, জমি বেদখলের পায়তারা, হয়রানী মামলা […]
বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
- AJ Desk
- August 14, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি, ভূমিদস্যুতা ও নানা অনিয়মের অভিযোগে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের […]
বকশীগঞ্জে সাবেক মেয়রের সমর্থকদের পেটালেন বর্তমান মেয়রের সমর্থকরা! আহত-৩
- AJ Desk
- April 21, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পৌরসভা নির্বাচনে সাবেক মেয়রের পক্ষে নির্বাচন করায় তিন সমর্থককে পিটিয়ে […]