মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জের পশ্চিম সুখনগরীতে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের ২৩তম বার্ষিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি চলে এ অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন, সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবু স্বজল কুমার সরকার। সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ানম্যান আলহাজ্ব দৌলতজামান দুলালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ ইত্রাজুল ইসলাম মহির প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম। আলোচনা শেষে এক বিদ্যালয়টির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালের চিত্র তুলে ধরা হয়। এছাড়াও আকর্ষনীয় ময়ুর ও স্বপ্নের পদ্মা সেতু ডিসপ্লে, পিরামিড ডিসপ্লে,ও রিং ডিসপ্লে পদর্শন করা হয়। এরপর চলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিদ্যালয়টির শিক্ষার্থী গান ও নৃত্য পরিবেশন করেন। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহম্মেদ,কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমানসহ সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেনসহ সকল শিক্ষক,শিক্ষার্থী ও হাজার হাজার দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।