মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে প্রয়াত রম্য লেখক সর্দার খায়রুল বাশার,শিক্ষক ও লেখক মির্জা নুরল ইসলাম গোলাপ,সাংবাদিক এবিএম আমিনুল ইসলাম লিটন ও জনপ্রিয় গায়ক ডাঃ খন্দকার মাসুদুর রহমানের স্বরণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মাদারগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রয়াতদের স্বরণে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহা – পরিদর্শক মাহবুবুর রহমান রিপন। মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক কামরুল আহসান সুজনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রয়াতদের স্বরণে আরো বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল,পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রাকিব লিটন, সহ সভাপতি মোকসেদুর রহমান বেলাল,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সফিউল ইসলাম,প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু প্রমুখ। আলোচনা শেষে প্রয়াতদের স্বরণে ভেলা স্বরণ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এসময় মাদারগঞ্জ সাহিত্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রয়াতদের পরিবারের সদস্যগণরা উপস্থিত ছিলেন।